চট্টগ্রামে এনসিপির পদযাত্রা: ‘সত্য বলায়’ হামলার অভিযোগ, দমে না তারুণ্যের দল

চট্টগ্রামে এনসিপির পদযাত্রা: ‘সত্য বলায়’ হামলার অভিযোগ, দমে না তারুণ্যের দল

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম, ২১ জুলাই ২০২৫

সত্য উন্মোচনের কারণে দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “হামলা করে ২৪ এর গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল এনসিপিকে দমন করা যাবে না। আমাদের সঙ্গে আছে তারুণ্যের শক্তি—যে শক্তি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।”

রোববার রাতে চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে ‘জুলাই পদযাত্রা’ শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “কক্সবাজারে আমাদের নেতা নাছির উদ্দীন পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন। নেতাকর্মীরা এখন সারাদেশে সত্য বলছে। এজন্যই তাদের উপর হামলা হচ্ছে। বাঁশখালীতে আমাদের সংগঠকদের উপর হামলা হয়েছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাঁধা, ভয়, রক্তচক্ষু দিয়ে তারুণ্যের দল এনসিপিকে থামানো যাবে না। আমরা এসেছি বীর চট্টগ্রামে—বিদ্রোহ, সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্রে। এই চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকালে সারাদেশ থেকে বিপ্লব ঘোষণা করা হবে।”

চট্টগ্রামকে নতুন অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে নাহিদ বলেন, “সমুদ্র ও নৌ শক্তিকে শক্তিশালী করতে হলে চট্টগ্রামকে শক্তিশালী করতে হবে। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যে কাজ করছে।”

বিকেল সাড়ে পাঁচটায় প্রশাসনের কড়া নিরাপত্তায় শুরু হওয়া এই পদযাত্রা ও সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সারজিস আলম।

বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ, নাছির উদ্দীন পাটোয়ারী, ডা. তাসনীম জারা, সাগুপ্তা বুশরা মিশিমা, সামান্তা শারমিনসহ ২৪-এর গণঅভ্যুত্থানের রূপকার দলটির কেন্দ্রীয় নেতারা।

চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র মাহমুদা বেগম জানান, “গোপালগঞ্জ ও চকরিয়ায় হামলার ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রামে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *