জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে জনস্রোত: শৃঙ্খলা ও ঈমানদীপ্ত পরিবেশে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে জনস্রোত: শৃঙ্খলা ও ঈমানদীপ্ত পরিবেশে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে জনস্রোত: শৃঙ্খলা ও ঈমানদীপ্ত পরিবেশে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

শনিবার, ১৯ জুলাই ২০২৫ | জনতার প্রতিধ্বনি প্রতিবেদক রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ। ‘সাত দফা দাবি’ আদায়ের লক্ষ্যে এই মহাসমাবেশ আয়োজন করেছে দলটি। মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা দুপুর ২টায়, তবে ফজরের সময়েই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। শুক্রবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে আগত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের দৃষ্টান্ত মঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন,

“আমার জেলা ঝালকাঠি থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছেন লঞ্চে। প্রত্যেকে নিজের খরচে এসেছেন, খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছেন। লঞ্চে কোনো হই-হুল্লোড় ছিল না, ছিল না কোনো ধূমপান বা নেশার চিহ্ন। তাস বা জুয়ার আসরও ছিল না। এই শৃঙ্খলাই ইসলামী আন্দোলনের সৌন্দর্য।”

তিনি আরও বলেন, “ঘুমানোর জায়গার সংকট ছিল, কেউ কেউ বসে থেকে অন্য ভাইদের ঘুমানোর সুযোগ দিয়েছেন। আমরা চাই, দেশের সব রাজনৈতিক দল এভাবে শৃঙ্খলা ও নীতিনিষ্ঠতার চর্চা করুক।” দূরদূরান্ত থেকে আগমন কুমিল্লা থেকে আসা আবির রহমান বলেন,

“আমরা শুকনো খাবার, পানি এবং জায়নামাজ সঙ্গে এনেছি। নির্দেশনা মোতাবেক পুরো অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ।”

পঞ্চগড় থেকে আগত কাউসার ইসলাম জানান,

“গতকাল বিকেলে রওনা হয়ে ফজরের আগেই মাঠে পৌঁছে গেছি। গাড়ি রেখে সবাই পায়ে হেঁটে মাঠে এসেছি। এমন নির্দেশনাই আমাদের সংগঠন দিয়েছে।”

সুচারু ব্যবস্থাপনা সমাবেশস্থলে রয়েছে— প্রায় ৬,০০০ অস্থায়ী টয়লেট ও ওজুর ব্যবস্থা নামাজের জায়গা ও জায়নামাজ সহায়তা বুথ মেডিকেল বুথ ও চিকিৎসা টিম নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে পিআর পদ্ধতির নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, বিচার ব্যবস্থার সংস্কারসহ সাত দফা দাবি উত্থাপন করা হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সর্বদলীয় আমন্ত্রণ এই মহাসমাবেশে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলসমূহকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নেতারা।

এই প্রতিবেদনের আরও আপডেট ও ছবি শিগগিরই ‘জনতার প্রতিধ্বনি’তে প্রকাশিত হবে। চোখ রাখুন আমাদের পাতায়।

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *