ফিটনেসবিহীন বাস অপসারণ সহ ৫ দফা দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের আন্দোলন

ফিটনেসবিহীন বাস অপসারণ সহ ৫ দফা দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের আন্দোলন

ফিটনেসবিহীন বাস অপসারণ সহ ৫ দফা দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের আন্দোলন

নজরুল বিশ্বিবদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন থেকে ফিটনেসবিহীন বিআরটিসি বাস অপসারণ,ঢাকা অভিমুখী বাস চালু সহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

বুধবার(২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল বাস আটকে ১ম গেট সংলগ্ন সড়ক অবরোধ করে ফিটনেস বিহীন বিআরটিসি বাস অপসারণ সহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলোঃ

১. দ্রুত ফিটনেসবিহীন বাসগুলো অপসারণ এবং যথাযথ ফিটনেস সহ নতুন বাস সংযোজন।

২. সমস্যা সমাধানে শুধু আশ্বাস নয়, নির্দিষ্ট তারিখ দিতে হবে।

৩. পরিবহন মালিক সমিতির সাথে বসে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটের ভাড়া দ্রুত সময়ে সমন্বয় করতে হবে।

৪. রাজধানী অভিমুখী বাসের ব্যবস্থা করতে হবে।

৫. সকল বাসে ড্রাইভার ও হেল্পারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে।

পরবর্তীতে আন্দোলন স্থলে  উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান আগামী ২০ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান এবং দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি জমা দেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহনে বর্তমানে ১৫ টি বাস যুক্ত আছে। যার মধ্যে ভাড়ায় চালিত বিআরটিসির  বাস ৬ টি এবং বাকীগুলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস। বিআরটিসির বাসগুলোতে যাতায়াতের সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়া,চাকা ব্লাস্ট হয়ে যাওয়া,গ্লাস ভেঙে যাওয়া সহ শিক্ষার্থীরা নানা ধরণের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে বিআরটিসির ফিটনেসবিহীন বাসগুলোকে অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েক দফা জানানোর পরও কোনো ধরণের সমাধান না হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

মুজিবুর রহমান
নজরুল বিশ্ববিদ্যালয়

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *