বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ: চরমোনাই পীর

বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ: চরমোনাই পীর

‘অনেকেই বলে হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ বিএনপিও চাঁদাবাজ। এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ আরেকটা হলো শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ দেখবেন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, এরা হলো শাহী চাঁদাবাজ। আরেক দল আছে যারা ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পুস্ট্যান্ডে যায়।’

আজ রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ”র জেলা শাখার সমাবেশে চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ মন্তব্য করেন।

ফয়জুল করীম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আর্দশ আর নীতির। এইদেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাগিয়ে নিবে। কাশ্মীর, হায়দারাবাদ এক সময় স্বাধীন ছিলো তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সর্তক হন। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নাম্বার হতে পারে না।

নির্বাচনের প্রসঙ্গ এনে ফয়জুল করীম বলেন, জীবনে অনেকবার লাঙ্গল, নৌকা এবং ধানের শীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাবো না।

মোঃ রবিউল ইসলাম শাহীনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার ছাড়াও, সমাবেশে কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার মামলা খারিজ


জনতার প্রতিধ্বনি খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *