মানিকগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতী সাঈদ নূর।
তিনি বর্তমানে দলের কেন্দ্রীয় নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।“সু-শাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ চাই” এই স্লোগানে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এ প্রার্থী।
প্রচারণায় মুফতী সাঈদ নূর বলেন, “দেশে আজ ন্যায় বিচার ও নৈতিক নেতৃত্বের অভাব স্পষ্ট।
খেলাফত প্রতিষ্ঠা হলে ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
”তার নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে ঐতিহ্যবাহী রিকশার প্রতিকৃতি।মানিকগঞ্জ-৩ আসনের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন এই প্রার্থী।