রাঙ্গুনিয়ার কাতার প্রবাসী যুবক সড়ক দুর্ঘটনায় নিহত

রাঙ্গুনিয়ার কাতার প্রবাসী যুবক সড়ক দুর্ঘটনায় নিহত

রাঙ্গুনিয়ার কাতার প্রবাসী যুবক সড়ক দুর্ঘটনায় নিহত

প্রতিনিধি: সৈয়দ মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া
কাতারে সড়ক দুর্ঘটনায় মো. রায়হান (২২) নামের এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরু ও শেলী আকতারের ছোট ছেলে। তিনি ২০২২ সালে বেতাগী রহমানিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেন এবং দেড় বছর আগে জীবিকার সন্ধানে কাতারে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, রায়হান কাতারের হোমসালাল মোহাম্মদ এলাকায় বসবাস করতেন এবং নিজস্ব গাড়িতে ফুড ডেলিভারি সার্ভিস চালাতেন। সোমবার বিকেলে ফুড ডেলিভারি দেয়ার সময় তার চলন্ত গাড়িকে পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান সজোরে ধাক্কা দেয়। পিকআপটি চালাচ্ছিলেন এক পাকিস্তানি নাগরিক। প্রচণ্ড ধাক্কায় রায়হান গাড়ি থেকে ছিটকে পড়েন এবং মারাত্মক আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হানের মরদেহ বর্তমানে কাতারের হামেদ হসপিটালের মর্গে রাখা হয়েছে।

নিহতের চাচাতো ভাই কাতার প্রবাসী হাসান দৈনিক পূর্বকোণকে জানান, “রায়হান নিজের গাড়িতে করে খাবার সরবরাহ করতো। দুর্ঘটনার সময় সে একটি ডেলিভারিতে যাচ্ছিল।”
আরেক চাচা, কাতার প্রবাসী আবু সায়ীদ বলেন, “পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। সবশেষ হলে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো, তবে কিছুটা সময় লাগবে।”

জানা গেছে, রায়হান ছিলেন পরিবারের দুই ভাইয়ের মধ্যে ছোট। তিনি এখনো অবিবাহিত ছিলেন। বড় ভাই চার-পাঁচ বছর আগে কাতারে যান এবং পরে তাকেও নিয়ে যান প্রবাসে। সেখানে গাড়ির লাইসেন্স নিয়ে একটি নিজস্ব গাড়ি কিনে ফুড ডেলিভারি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

তরুণ এই প্রবাসীর অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *