রাঙ্গুনিয়ায় চার মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত জামাল উদ্দিন আটক
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চারটি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. জামাল উদ্দিন (৩২) উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের আধুরপাড়া এলাকার মৃত ফজল আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ২০১৯ সালের একটি মামলার পরোয়ানাসহ ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই (শুক্রবার) বিকেলে পরিদর্শক মাহফুজের নেতৃত্বে আধুরপাড়ার বুইজ্জ্য দোকানের কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, “আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
প্রতিনিধি: সৈয়দ মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া