
প্যারিসে এনটিভির ব্যতিক্রমী স্বীকৃতি অনুষ্ঠান: কেরানীগঞ্জের সন্তান হোসাইন সালাম রহমানকে সম্মাননা জনতার প্রতিধ্বনি প্রতিবেদক | প্যারিস, ফ্রান্স | জুলাই ২০২৫ ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত “Business Friends of NTV Recognition Ceremony 2025” অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক হোসাইন সালাম রহমান। বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুরের গর্বিত সন্তান হোসাইন সালাম রহমান দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করলেও, নিজ দেশের সংস্কৃতি, ভাষা ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে চলেছেন। ফ্রান্সে প্রথম বাংলা ভাষায় ড্রাইভিং স্কুলের প্রতিষ্ঠাতা প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রান্সে ড্রাইভিং লাইসেন্স পেতে সবচেয়ে বড় বাধা ছিল ভাষাগত সীমাবদ্ধতা। সেই সমস্যার সমাধানে হোসাইন সালাম রহমান ফ্রান্সে প্রথমবারের মতো বাংলা ভাষায় ড্রাইভিং স্কুল চালু করেন। তার এই উদ্যোগে বহু প্রবাসী আজ সফলভাবে ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পেরেছেন, যা তাদের কর্মসংস্থান ও স্বাধীন চলাচলের পথ সুগম করেছে। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা একজন সৎ, মানবিক ও উদার চিন্তার মানুষ হিসেবে হোসাইন সালাম রহমান ধর্মীয় এবং সামাজিক কাজেও ব্যাপকভাবে যুক্ত। ফ্রান্সে বাংলাদেশিদের বিভিন্ন ইসলামিক ও সামাজিক সংগঠনের সঙ্গে থেকে তিনি নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। ঈদ, রমজান, মিলাদ, দুঃস্থদের জন্য সাহায্য, শিক্ষাসামগ্রী বিতরণ ইত্যাদি আয়োজনে তার সক্রিয় ভূমিকা বরাবরই প্রশংসিত। একজন অনুপ্রেরণাদায়ী তরুণ ব্যবসায়িক সফলতা, সমাজসেবায় আগ্রহ ও প্রবাসী কমিউনিটির কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে হোসাইন সালাম রহমান আজ তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম। ফ্রান্সে থেকেও তিনি প্রমাণ করেছেন—শেকড়ে টান কখনোই ফিকে হয় না। এনটিভির এই সম্মাননা কেবল তার কাজের স্বীকৃতিই নয়, বরং এটি কেরানীগঞ্জ তথা বাংলাদেশের গর্ব।
ট্যাগসঃ #NTVRecognition2025 #HossainSalamRahman #KeraniganjToParis #BanglaDrivingSchoolFrance #BangladeshiBusinessman #CommunityLeader #NTVFrance #JonotarProtidhoni