
বলিউড সুপারস্টার শাহরুখ খান গুরুতর আঘাত পেয়েছেন তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন সময়ে। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
বলিউড হাঙ্গামা এবং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ৫৯ বছর বয়সী এই অভিনেতা চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন এবং কমপক্ষে এক মাস তিনি কাজ থেকে বিরত থাকবেন।
তবে এটাই প্রথম নয়, শাহরুখ বছরের পর বছর ধরে স্টান্ট করার সময় তার শরীরের একাধিক পেশিতে আঘাত পেয়েছেন।
এটাও জানা গেছে, অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে এবং তাকে কাজ থেকে এক মাসের বিরতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। কারণ এর আগে তিনি পুরোপুরি ফিট হবেন না। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর, তিনি আবারও পুরো শক্তি নিয়ে সেটে কাজ শুরু করতে পারবেন।
এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো এবং ওয়াইআরএফ-এ ‘কিং’-এর বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেয়া ছিল, তা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হৃতিকের বাবা রাকেশ রোশন
সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করছেন। এখানে তার মেয়ে সুহানা খান অভিনয় করছেন শিষ্যের ভূমিকায়।