প্রবাসে সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা প্যারিসে: ব্যতিক্রমী উদ্যোগ প্যারিস-বাংলা প্রেসক্লাবের

প্রবাসে সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা প্যারিসে: ব্যতিক্রমী উদ্যোগ প্যারিস-বাংলা প্রেসক্লাবের

প্রবাসে সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা প্যারিসে: ব্যতিক্রমী উদ্যোগ প্যারিস-বাংলা প্রেসক্লাবের

প্যারিস প্রতিনিধি:
প্যারিসে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী ও উচ্চমানের সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, যার আয়োজক ছিলো প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স। কর্মশালার শিরোনাম ছিল—“প্রবাসে সাংবাদিকতা: ধারণা, কলাকৌশল ও মান উন্নয়ন”।

এই কর্মশালায় অংশ নেন দুইজন ফরাসি সাংবাদিক-প্রশিক্ষক, যাঁরা ইউরোপের সাংবাদিকতার আদর্শ, বাস্তব চ্যালেঞ্জ এবং পেশাগত নৈতিকতা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ফ্রান্সে কর্মরত অভিজ্ঞ ও সিনিয়র বাংলাদেশি সাংবাদিকরা, যাঁরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম ও অর্জনের গল্প তুলে ধরেন।

প্রশিক্ষণ কর্মশালাটি শুধু তথ্যবহুলই নয়, ছিল আন্তসাংস্কৃতিক ভাবনার এক উজ্জ্বল মেলবন্ধন—যেখানে ফরাসি ও বাংলা সাংবাদিকতার ধারাকে একসাথে চিন্তা করা হয়।

প্যারিস-বাংলা প্রেসক্লাব গত এক দশকেরও বেশি সময় ধরে শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই নয়, বরং মানবিক ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রবাসে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, ফ্রান্সে প্রবাসী সোহেল রানা ও আবুল খায়ের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন, ২০২৪ সালের ছাত্র হত্যার প্রতিবাদ কিংবা প্রবাসে মৃত্যুবরণকারী বা অসুস্থ কমিউনিটি সদস্যদের পাশে দাঁড়ানো—সবক্ষেত্রে সংগঠনটির সক্রিয়তা প্রশংসা পেয়েছে।

গতকালের কর্মশালার আয়োজন ছিলো অত্যন্ত গোছানো, প্রাণবন্ত এবং শিক্ষণীয়। দিনশেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন ফরাসি অতিথিরা, প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই সম্মাননা ছিল অংশগ্রহণকারীদের জন্য এক প্রেরণাদায়ক মুহূর্ত।

প্যারিস-বাংলা প্রেসক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রবাসে বাংলা সাংবাদিকতার গুণগত মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে—এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *