
মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক প্রকাশ
মুজিবুর রহমান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
সোমবার(২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গনমাধ্যমে একটি শোক শোক বার্তা পাঠানো হয়।
শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম মর্মান্তিক এ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এই মর্মান্তিক ঘটনায় আগামীকাল রাষ্টীয় শোকের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও শোক পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশও দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, সোমবার দুপুরে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে আঘাত হানলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানটির পাইলট ও স্কুলের শিক্ষার্থীসহ নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে।