
শান্তিপুরে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৫ জুলাই
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শান্তিপুরে চলছে উত্তেজনাপূর্ণ K.R.C শান্তিপুর প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর গোল্ড কাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই, শুক্রবার বিকেল ৪টায়, শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে।
ফাইনাল খেলায় মুখোমুখি হবে—
শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব বনাম শান্তিপুর ইয়াং স্টার সোসাইটি।
এই টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় ক্রীড়ামুখর পরিবেশ তৈরি হয়েছে। আয়োজক কমিটি জানায়, এবারের ফাইনাল ম্যাচে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশগ্রহণ করবেন, যা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ নুরুজ্জামান সূর্য, এবং ফাইনাল খেলার উদ্বোধন করবেন ক্রীড়ানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ তকিবুর রহমান টুটুল মোল্লা।
আয়োজনে রয়েছে শান্তিপুর যুব ও ক্রীড়া উন্নয়ন সংস্থা।
আয়োজকরা আরও জানান, এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার বিনোদনই নয়, মাদকবিরোধী সচেতনতা ও তরুণ সমাজকে সুস্থ ধারায় যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।