ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ক্যাম্পাসে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সূরা ফাতিহা পাঠের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ সংক্ষিপ্ত বক্তব্যে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
প্রো-উপাচার্য অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সর্দার মাহমুদ হোসেন বলেন, “বিমান দুর্ঘটনায় পুরো জাতি আজ শোকাহত। এমন কঠিন সময়ে সকল শ্রেণি-পেশার মানুষ যেভাবে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের দুযোর্গ ও বিপর্যয়ের সময় মানবিক মনোভাব নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সন্তান হারানো পরিবারগুলোর জন্য ধৈর্য ও সহনশীলতার শক্তি কামনা করেন।
দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোজাম্মেল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার দুপুরে জানায়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত অবস্থায় ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কাবীর ইসলাম