
জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশজুড়ে চলছে শোকের ছায়া। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপিও শোক কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে পাঁচবিবি স্টেশন রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে শোক কর্মসূচি শুরু হয়। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, থানা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি প্রমুখ।
এছাড়াও বিকেল ৪টায় মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরার আকাশ থেকে একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ভবন ও বিমানে। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।