পিনাকী ভট্টাচার্যের বক্তব্যে ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী অনুপ্রবেশের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার পিনাকী ভট্টাচার্য ফেসবুকে এক বার্তায় শিক্ষার্থীদের আন্দোলনের শান্তিপূর্ণ চরিত্র বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আন্দোলনে ফ্যাসিবাদী ও রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠীর অনুপ্রবেশ নিয়ে সতর্ক করেছেন এবং এ ধরনের প্রবণতা প্রতিহত করার আহ্বান জানান।
পিনাকীর মতে, “শান্তিপূর্ণ বিক্ষোভ শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। এ ধরনের আন্দোলনে বাধা দেওয়া সরকারের কাজ নয়, বরং এটি একটি অপকর্ম।” তিনি বলেন, চলমান ছাত্র আন্দোলনে যাতে কোনো ‘পতিত ফ্যাসিবাদী পক্ষ’, রাজনৈতিক সুযোগসন্ধানী গোষ্ঠী বা সন্ত্রাসী চক্র অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে— সে বিষয়ে নেতৃত্বদানকারীদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনের মধ্যে পণবন্দি, ভাঙচুর বা হামলার মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সহিংস রাজনীতির চর্চার জন্য তিনি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, “এই অপচর্চা আজও আমাদের সমাজে রয়ে গেছে এবং এটি জাতির জন্য একটি অভিশাপ।”
পিনাকী তার পোস্টে তরুণদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশকে এই রাজনৈতিক অপসংস্কৃতি থেকে মুক্ত করতে হলে তরুণদেরই এগিয়ে আসতে হবে।” তিনি ধৈর্য, পরিশ্রম ও দূরদর্শিতার মাধ্যমে দেশকে সঠিক পথে ফেরানোর জন্য ছাত্রসমাজকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানান এবং বলেন, “যদিও এ কাজ সহজ নয়, তবুও পরিবর্তনের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
উল্লেখ্য, এই মন্তব্যগুলি পিনাকী ভট্টাচার্যের নিজস্ব মতামত, যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।