
কর্মস্থলে ফিরতে তাড়া থাকলেও মায়ের মায়া ছেঁড়ে বের হওয়া বড় ক ‘ঠি ‘ন। তবুও যেতে হয়।
তাই সকাল সকাল রেডি হচ্ছি ।মা একটি ডিম সেদ্ধ নিয়ে আসলো ।
বললাম, ডিম খাবো না মা, ছোট ভাইকে দিয়ে দাও। মা কিছু বললেন না।
গাড়িতে উঠে সুপারভাইজারকে টাকা দিতে গিয়ে ব্যাগ খুলি।
হঠাৎ চোখে পড়লো ব্যাগে সেই সেদ্ধ ডিমটাও আছে। মা সেটা আমাকে না বলেই ব্যাগে দিয়ে দিয়েছিল।
মায়ের ভালোবাসা বুঝতে যে ভাষা লাগে,তা আমার জানা নেই।
আল্লাহ আমার থেকে আয়ু নিয়ে মায়ের বয়স বাড়িয়ে দাও প্লিজ
(সংগৃহীত)