উত্তরার দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রেসিডেন্সি স্কুলে দোয়া ও মুনাজাত
📍 সাভার প্রতিনিধি | ২৪ জুলাই ২০২৫
উত্তরার হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণে আজ সাভারের প্রেসিডেন্সি স্কুলে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মুনাজাত।
বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং তাঁদের পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও সহনশীলতার প্রার্থনায় মুনাজাত পরিচালনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,
“এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। আজকের প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতা জানাচ্ছি।”
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাঁরা নিজেদের সহপাঠী বা সমবয়সীদের এভাবে হারিয়ে গভীরভাবে শোকাহত। স্কুল কর্তৃপক্ষ এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ ও সহানুভূতির চর্চা গড়ে তুলতে সচেষ্ট।
আল্লাহ যেন তাঁদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন—এমন প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।