ঠোঁট ফুলে ঢোল, যন্ত্রণায় কাঁদছেন উর্ফী! উদ্বিগ্ন অনুরাগীরা

ঠোঁট ফুলে ঢোল, যন্ত্রণায় কাঁদছেন উর্ফী! উদ্বিগ্ন অনুরাগীরা

নিজের চেহারার এক ভয়াবহ রূপ প্রকাশ করে অনুরাগীদের কাঁদিয়ে ছেড়েছেন উর্ফী জাভেদ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে ঢোল হয়ে গেছে—মুখের তুলনায় ঠোঁট যেন দ্বিগুণ আকার ধারণ করেছে! চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। এমন অবস্থা দেখে শিউরে উঠছেন ভক্তরা। কী হয়েছে উর্ফীর?

উর্ফী জানিয়েছেন, ঠোঁটের ফিলার সরানোর প্রক্রিয়াতেই এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায় চিকিৎসক তাঁর ঠোঁটে ইনজেকশন দিচ্ছেন। ক্যাপশনে উর্ফী লেখেন, “এটা ফিলার নয়, আমি ফিলার সরিয়ে ফেলছি। কারণ আগের সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার নেব, তবে এবার সূঁচ ছাড়া কোনো পদ্ধতি বেছে নেব। ফিলার সরানোর এই প্রক্রিয়াটা খুবই যন্ত্রণাদায়ক। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন এটা না করেন।”

এর আগেও উর্ফী স্পষ্টভাবে জানিয়েছিলেন, তিনি লিপ ফিলার ও বোটক্স ব্যবহার করেন। অনুরাগীরা তাঁর এই খোলামেলা স্বীকারোক্তিতে প্রশংসাও জানিয়েছিলেন। তবে এবার নিজেই জানালেন, দীর্ঘ দিন ফিলার ব্যবহারের পর নিজের স্বাভাবিক চেহারা ফিরে পেতে চান তিনি। শনিবার এক ছবি পোস্ট করে লেখেন, “বিশ্বাস হচ্ছে না, আমি ফিলার সরাচ্ছি! ১৮ বছর বয়স থেকে ফিলার নিচ্ছি, নিজের ঠোঁটের আসল রূপ বহু দিন দেখিনি। তবে এক সপ্তাহের মধ্যে আবার ফিলার নেব, এবার আরও সূক্ষ্ম পদ্ধতিতে।”

এই অভিজ্ঞতা থেকে পরিষ্কার, রূপচর্চার আড়ালে থাকা যন্ত্রণার বাস্তব দিকটি অনেক সময়েই নজর এড়িয়ে যায়। উর্ফীর সাহসিকতা এখানেই—তিনি তা গোপন না করে সামনে এনেছেন।

জনতার প্রতিধ্বনি খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *