বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসকান্দর শিকদারের মৃত্যুতে উপজেলা প্রশাসনের গার্ড অফ অনার
বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসকান্দর শিকদারের মৃত্যুতে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের গার্ড অফ অনার প্রদান
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল গ্রামের গর্বিত সন্তান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সেনানী মোঃ ইসকান্দর শিকদার গত ২১ জুলাই (সোমবার) রাত ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন বিবাহিত কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রাঙামাটি পার্বত্য জেলার মাইনি, লংগদু ও মারিশ্যা এলাকায় সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং নিজ জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেন। তাঁর এই অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের অংশ হিসেবে গতকাল (সোমবার) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। গার্ড অফ অনারে নেতৃত্ব দেন বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।
জানাজা নামাজ অনুষ্ঠিত হয় স্থানীয় হাজারিখীল ইসকান্দর সিকদার জামে মসজিদ প্রাঙ্গণে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, বিভিন্ন মুক্তিযোদ্ধা সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রতিনিধি: সৈয়দ মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া।