রাঙ্গুনিয়া প্রতিনিধি:
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট রাঙ্গুনিয়া উপজেলার যৌথ উদ্যোগে রাঙ্গুনিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট রাঙ্গুনিয়া উপজেলার সহ-সভাপতি তাওহিদুল ইসলাম টিপু। এ সময় মো. আইয়ুবকে বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তর জেলার সভাপতি এবং তাওহিদুল ইসলাম টিপুকে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরশেদ। এতে উপজেলার বিভিন্ন স্কুলের ইউনিট লিডারগণ, রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুর রহমান, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।