রাঙ্গুনিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রিপোর্ট: সৈয়দ মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বয়র মুন্সী, রাঙ্গুনিয়া ও কোদালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউএনও কামরুল হাসান বলেন, “স্বনির্ভর রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে সড়কের পাশের গাছ কেটে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে কাটা গাছ উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা নিতে।”
তিনি আরও বলেন, “বনের নির্ধারিত দূরত্বের মধ্যে কীভাবে করাতকল স্থাপন করা হয়, তা তদন্তপূর্বক অচিরেই সব অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালানো হবে।” এসময় তিনি বন বিভাগকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয় নিয়েও আলোচনা হয় এবং সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।