🕊 রাঙ্গুনিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
📍 রাজানগর | ২৩ জুলাই ২০২৫ | অনলাইন ডেস্ক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজঘাটা কুল এলাকার ইছামতী নদী থেকে ৮ বছর বয়সী শিশু নাইমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, নাইমা মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৫টার পর থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে রাতে মসজিদে মাইকিং করা হয়। খবর পেয়ে বুধবার সকাল থেকে উদ্ধার অভিযানে নামে কাউখালী ফায়ার সার্ভিস।
অবশেষে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ইছামতী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
📌 সংবাদদাতা: সৈয়দ মো. ইমরান হোসেন, রাঙ্গুনিয়া