রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ৫ জনের কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ৫ জনের কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ৫ জনের কারাদণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ জুলাই) উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান ও পৌরসভার উত্তর ঘাটচেক জেলেপাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন। অভিযুক্তদের মাদক সেবন ও বহনের সময় হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন:

অনিমেষ তঞ্চঙ্গ্যা (ফারুয়া, বিলাইছড়ি, রাঙামাটি),

মো. আজিজ (মরিয়মনগর, রাঙ্গুনিয়া),

পারভেজ (উত্তর ঘাটচেক),

মো. শওকত (উত্তর ঘাটচেক),

মো. হাসান (মুরাদনগর)।

ইউএনও কামরুল হাসান জানান, “গ্রেপ্তারকৃতদের কয়েকজনের কাছ থেকে মাদক ব্যবসায় জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ভবিষ্যৎ অভিযানে সহায়ক হবে। জনস্বার্থে মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে।”

প্রতিনিধি: সৈয়দ মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া।

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *