সাভারে প্রেসিডেন্সি স্কুলে কিশোর বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

সাভারে প্রেসিডেন্সি স্কুলে কিশোর বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

সাভারে প্রেসিডেন্সি স্কুলে কিশোর বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

সাভার, ২৪ জুলাই:
আজ সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি স্কুলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কিশোর বিজ্ঞান মেলা ২০২৫। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলায় অংশ নেয় স্কুলের বিভিন্ন শ্রেণির উদ্যমী শিক্ষার্থীরা। তারা নিজেদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক আবিষ্কার তুলে ধরে মেলার স্টলগুলোতে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,
“আজকের এই কিশোর বিজ্ঞানীরা আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখবে। প্রেসিডেন্সি স্কুল সবসময়ই শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক মনোভাব গঠনে উৎসাহিত করে।”

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা পরিবেশবান্ধব ঘর, সৌরচালিত গাড়ি, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, বৃষ্টির পানি ব্যবস্থাপনা, রোবোটিক হাত, রক্তচাপ পরিমাপক যন্ত্রসহ নানা চমকপ্রদ প্রকল্প প্রদর্শন করে। দর্শনার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা প্রতিটি স্টলে গিয়ে শিশুদের প্রজেক্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন,
“এই বয়সেই শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী ভাবনা সত্যিই প্রশংসার দাবি রাখে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে।”

মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

এই বিজ্ঞান মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি ছিল ভবিষ্যতের বিজ্ঞানীদের প্রস্তুতির এক চমৎকার মঞ্চ—যা শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বিজ্ঞানভিত্তিক চিন্তায় এগিয়ে যেতে।

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *