স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত চারটি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে জানান, “আজকের সভায় স্থানীয় সরকার বিভাগের চারটি সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করা হয়েছে, যার ফলে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকের বাইরে অনুষ্ঠিত হবে।”
তবে ঠিক কোন চারটি আইন সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এর আগে রাজনৈতিক দলগুলোর প্রতীক ব্যবহার হতো, যা রাজনৈতিক প্রভাব ও প্রতিদ্বন্দ্বিতাকে বাড়িয়ে তুলত বলে অনেকের অভিমত। নতুন এই সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনগুলো আরও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করা হচ্ছে।